প্রয়াত শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর ও ইশান খাট্টার অভিনীত 'ধড়ক' ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। ছবিটি প্রথম দিনে আয় করেছে ৮ কোটি ৭১ লাখ রুপি।
মারাঠি ছবি 'সাইরাত' থেকে রিমেক করা 'ধড়ক' ছবিটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বলিউডের নামি-দামি সব তারকাদের। সিনেমা হলগুলোতে রয়েছে উপচেপড়া ভিড়।
গতবছরে মুক্তি পাওয়া 'বিওন্ড দ্যা ক্লাউডস' ছবির মাধ্যমে অভিনয়ে পারদর্শী প্রমাণ করেছেন শাহেদ কাপুরের ছোট ভাই ইশান খাট্টার। ব্যাতিক্রম ঘটেনি এ ছবির ক্ষেত্রেও। ছবিতে কথা বলায় কিছুটা জড়তা থাকলেও শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর সাবলীল অভিনয় দর্শকরা বেশ পছন্দ করছেন।
এসএম/