নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে শ্রীলংকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে হারিয়ে ২৩৩ রান করেছে স্বাগতিক বাংলাদেশ।
আজ খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ১২ রানে ওপেনার মোহাম্মদ নাঈমকে হারায় দল। ৮ রান করেন তিনি।
শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সাঈফ হাসান ও শান্ত। ৬৯ রানের জুটি গড়েন তারা। সাইফ ১৮ রান করেন। কিছুক্ষনবাদে ইয়াসির আলীও ৪ রানে আউট হন।
এরপর আফিফ হোসেনকে ৯৯ রানের বড় জুটি গড়েন শান্ত। এই জুটির পথে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। তবে হাফ-সেঞ্চুরি তুলে ৫৪ রানে ফিরেন আফিফ। দিন শেষে জাকির হোসেনকে নিয়ে অপরাজিত থাকেন আফিফ।
২৪৯ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কায় ১২৪ রানে অপরাজিত থাকেন শান্ত। জাকির অপরাজিত ৯ রান করেন।
শ্রীলংকার হয়ে ১টি করে উইকেট নেন কালানা পেরেরা, পেইরিস ও মেন্ডি
আজকের বাজার/লুৎফর রহমান