বস্ত্র খাতের নতুন কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই দর বেড়েছে ৪৪ টাকা বা ৪৪০ শতাংশ। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৪ টাকা দরে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৪৫ টাকা দরে ডিএসইতে লেনদেন শুরু করে। কোম্পানিটির অ্যাডজাস্টেড ওপেনিং প্রাইজ ছিল ১০ টাকা। এদিন শেয়ারটির দর ৩৭ টাকা ১০ পয়সা থেকে ৫৪ টাকা ১০ পয়সা পর্যন্ত উঠানামা করে।
লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ১৫ হাজার ৪৯৩ বারে ৯২ লাখ ৯৭ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৪৬ কোটি ৪ লাখ টাকা।
শেফার্ডের অনুমোদিত মূলধন রয়েছে ১৯০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১২৪ কোটি ২০ লাখ টাকা। পুঁজিবাজারে কোম্পানিটির মোট ১২ কোটি ৪২ লাখ ৫ হাজার ৯৮৬টি শেয়ার রয়েছে।