সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের নি¤œমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। কিছুক্ষন পর থেকেই সূচকের উঠানামা লক্ষ্য করা গেলেও দিন শেষ সূচকের কিছুটা উত্তান দেখা যায়। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হয়েছে আজ। তবে মোট লেনদেনের পরিমান কমে গেছে। দিনশেষে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩১৭ কোটি ৮ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ১৭৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪ টির দর কমেছে ১১৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৫০ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৮ পয়েন্ট অবস্থান করছে ১৫ হাজার ৮২৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১২২ টির দর বাড়ে ৯৪ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৯ টির দর।
আজকের বাজার/মিথিলা