প্রথম দিনে সূচক ঊর্ধমূখী কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিব রোববার সূচকের ঊর্ধমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিন জুড়েই সূচকের উত্থানে লেনদেন হয়েছে আজ। তবে দিনশেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমান কমেছে। আজ লেনদেন ছাড়িয়েছে ৩০৪ কোটি ৭২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯২০ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৮৫ টির দর কমেছে ১০৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৯ কোটি ৩৭ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৪৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৭৪ টির দর বাড়ে ১২২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৭৪ টির দর।

 

আজকের বাজার/মিথিলা