একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের একটি তালিকা রোববার প্রকাশ করেছে সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রথম ধাপের এই তালিকা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ২ লাখ ১০ হাজারের বেশি নয়।
জামায়াতে ইসলামীসহ মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ক্ষমতায় থাকাকালে অনেক তথ্য মুছে ফেলা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, এবছর ১৬ ডিসেম্বরের আগে সকল রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।
আজকের বাজার/এমএইচ