প্রথম ধাপে ৭ লাখ রোহিঙ্গা পেয়েছে কলেরার টিকা

মায়ানমারে সহিংসতার মুখে বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কলেরার টিকা দেওয়া হচ্ছে। দুই ধাপে মোট ৯ লাখ রোহিঙ্গাকে এই টিকা দেওয়া হবে।

এর মধ্যে গত ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর সময়ের মধ্যে ১ বছরের ঊর্ধ্বে ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গাদের কলেরার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়। তবে প্রথমধাপে লক্ষ্যামাত্রার চাইতে অনেক বেশি সংখ্যক লোককে কলেরার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা।

গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রকাশিত তথ্যে দেখা গেছে, আলোচ্য সময়ে ৭ লাখ ৪৮৭ জন রোহিঙ্গাকে কলেরার টিকা দেওয়া হয়েছে। যা লক্ষ্যামাত্রার ১০৬ শতাংশেরও বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দ্বিতীয় ধাপে কলেরার টিকা দেওয়া শুরু হবে ৩১ অক্টোবর। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এ ধাপে ১ থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৫০ হাজার রোহিঙ্গা শিশুদের প্রথম ডোজের কলেরার টিকা দেওয়া হবে। এর পরের সপ্তাহে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

উল্লেখ, ইন্টারন্যাশনাল কর্ডিনেশন গ্রুপ (আইসিজি) এ টিকা সরবরাহ করেছে। টিকাদান দলে মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবী সমন্বয়ে ৫ জন সদস্যের প্রতিটি দলে ২ জন রোহিঙ্গা সদস্য রয়েছে। প্রতিদিন উখিয়া উপজেলায় ১৫০টি টিম ও টেকনাফে ৬০টি টিম কাজ করছে।

গত ২৫ আগস্ট থেকে প্রায় ৫ লাখ ৮০ হাজারের বেশি রোহিঙ্গা মায়ানমারের সেনা ও পুলিশ বাহিনীর নির্যাতনের মুথে জীবনের ভয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান জেলায় প্রবেশ করেছে।

আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭