প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রষায়ন খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিউক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হযেছে ২ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৪ পয়সা। এসময়ে কোম্পনিটির আয় বেড়েছে ৪২ পয়সা।
কোম্পানির দেয়া তথ্যমতে, এই সময়ে শেয়ারপ্রতি নেট সম্পদ মূল্য বা এনএভি দাড়িয়েছে ৫০ টাকা ১৭ পয়সা, যা গত জুন মাসে ছিল ৪৭ টাকা ৩২ পয়সা।
সূত্রমতে এই সময়ে শেয়ারপ্রতি নেট চলতি নগদ প্রবাহ (এনওসিএফ) দাড়ায় ৫ টাকা ২৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ১৫ পয়সা।
আজকের বাজার/লুৎফর রহমান