প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিলো ৫৪ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪৭ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিলো ১৪৮ টাকা ৩২ পয়সা।