কুয়েতের নতুন আমির ক্ষমতা গ্রহণের পরে প্রথম বিদেশ সফরে মঙ্গলবার সৌদি আরব এসেছেন।
সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ(৮৩) তার পূর্বসুরি শেখ নওয়াফের মৃত্যুর পর গত মাসে আমিরের দায়িত্ব পান।
রিয়াদে বিমান বন্দরে শেখ মেশালকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৮)।
সরকারি সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে এ কথা বলা হয়েছে। এছাড়া সরকারি সংবাদ মাধ্যমে শেখ মেশালকে সৌদি বাদশাহ সালমানের সাথে বৈঠক করতে দেখা গেছে।
এছাড়া এসপিএ আরো জানিয়েছে, শেখ মেশাল এবং যুবরাজ সালমান আঞ্চলিক ও আন্তর্জাতিক সর্বশেষ বিষয় এবং এ বিষয়ক প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন।
উভয় দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও ইসরায়েলে গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলার আগে সৌদি আরব ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করেছিল।
উল্লেখ্য, সৌদি আরব ও ইরাকের সাথে সীমান্ত থাকা কুয়েতে বিশ্বের অপরিশোধিত তেলের সাত শতাংশ মজুদ রয়েছে।