ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে খৃষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান।খবর বাসস।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তাঁর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানান।
আজকের বাজার/লুৎফর রহমান