প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
গত ২ অক্টোবর জামিন শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বিত বেঞ্চ এ আদেশ দেন।
প্রসঙ্গত, উচ্চ আদালতের ৮ সপ্তাহের জামিন শেষে গত ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষক আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ২৩ জুলাই শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. ইফতেখার উদ্দিন আয়াজ বাদী হয়ে হাটহাজারী থানায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে (আইসিটি) একটি মামলা দায়ের করেন।
এর আগে একই অভিযোগে গত ১৭ জুলাই মাইদুল ইসলামকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও চাকরিচ্যুতির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে চবি ছাত্রলীগ।
আজকের বাজার/এমএইচ