ভারত সফর শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ সংবর্ধনা দেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় দলের এক যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর শেষে দেশের ফেরার সময় আওয়ামী লীগ সংর্বধনা দেবে।বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এ সংবর্ধনা দেওয়া হবে।
চারদিনের সফরে শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে নয়াদিল্লিতে বিমান বাহিনীর পালাম ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফর শেষে সোমবার দেশে ফিরবেন তিনি।