প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া ২টি বাস বান্দরবান সরকারী কলেজ ও মহিলা কলেজকে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় বান্দরবানের অরুণ সারকি টাউন হল প্রাঙ্গণে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে বিআরটিসি বাস দুটি হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
মন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বাসের শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:মকছুদুল আমিন ও মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার বড়ুয়া। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান