এবারের বাজেট (২০১৮-২০১৯) প্রধানমন্ত্রী কার্যালয়ের জন্য ২ হাজার ৮০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব করেন তিনি।
গত ২০১৭-১৮ অর্থবছরে প্রধানমন্ত্রী কার্যালয়ের জন্য বরাদ্দ ছিলো ১ হাজার ৪৫৬ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ৪৮৭ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৯৬৯ কোটি টাকা ধরা হয়েছিল।
তবে, গত ২০১৭-১৮ অর্থবছরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৮০৪ কোটি টাকা।
রাসেল/