প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনটি রাষ্ট্রীয় ব্যাংকের ২ কোটি টাকা দান

তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি টাকা দান করেছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম নজরুল ইসলাম জানান, অগ্রণী ব্যাংক এক কোটি টাকা এবং সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক ৫০ লাখ টাকা করে দান করে।

প্রধানমন্ত্রীকে তাঁর জাতীয় সংসদ কার্যালয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জাহিদ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল ইসলাম এক কোটি টাকার চেক হস্তান্তর করেন। সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর নিজ নিজ ব্যাংকের চেক হস্তান্তর করেন।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৩ জুন ২০১৭