প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরির দায়ে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বাহিনীর এক ক্ষুদে বার্তায় জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও বিস্তারিত তথ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানানো হবে।
তবে র্যাব সদরদপ্তর সূত্র জানিয়েছে, সাইবার অপরাধের অভিযোগ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সূত্র আরও জানায়, অভিযুক্তরা প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও অন্য জাতীয় নেতাদের নামে ভুয়া প্রোফাইল তৈরি করে মানুষের সাথে প্রতারণা, চাঁদাবাজি ও অপপ্রচার চালাতেন।
এছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো এবং মিথ্যা ও সরকারবিরোধী প্রচারণায় জড়িত ছিলেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ