প্রধানমন্ত্রীর মানবিক কর্মকান্ডকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর প্রতি সম্মান জানিয়ে এ বছর থেকে ‘শেখ হাসিনা যুব স্বেচ্ছাসেবক এ্যাওয়ার্ড’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
তিনি বলেন, ‘করোনা মোকাবেলায় শেখ হাসিনার সফল নেতৃত্ব বিশ্বে এক নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব নেতৃবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন এবং তা নিজ নিজ দেশে অনুসরণ করছেন। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সেরা মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন।’
রাসেল বলেন,‘ এ বছর ‘শেখ হাসিনা যুব স্বেচ্ছাসেবক এ্যাওয়ার্ড -২০২০’ পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে সকল যুবক কোভিড- ১৯ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দেশে এবং বিদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে বিবেচনায় নেওয়া হবে।’
পরে গাজীপুর জেলার ৮৫ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে জনপ্রতি ৫০হাজার টাকা করে মোট ৪২ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করেন এবং ৮০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট ২৩লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মামুন সরদার ও জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।’