রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংসা করলেন ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন।
বৃহস্পতিবার ০৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ওআইসি মহাসচিব এক সৌজন্য সাক্ষাতে এ প্রসংসা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফ্রিং করেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের মুসলিম নেতৃবৃন্দ ও মিয়ানমারের বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপের আহ্বান জানান ওআইসি মহাসচিব।
ওআইসি মহাসচিব বলেন, এই সংলাপ নেতৃবৃন্দের মাঝে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও রোহিঙ্গা সমস্যার সমাধান করবে।
বৈঠকে ওআইসি মহাসচিব প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আমি সবসময় বলি যে আপনি একজন সফল নেতা এবং বিশ্বের মুসলিম নারীদের একটি উজ্জ্বল উদাহরণ।
ওআইসি মহাসচিব বলেন, ওআইসি বাংলাদেশের নারীদের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারলে খুশি হবে।
আজকের বাজার: আরআর/ ০৩ আগস্ট ২০১৭