প্রধানমন্ত্রীর বক্তব্য হিংসায়-প্রতিহিংসায় আকণ্ঠ আপ্লুত: রিজভী

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বক্তব্য হিংসায়-প্রতিহিংসায় আকণ্ঠ আপ্লুত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী এ কথা বলেন।

উল্লেখ্য,  সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে গত কাল সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

রিজভী বলেন, ‘এটা স্বৈরশাসকের কণ্ঠস্বর। কারণ স্বৈরশাসকরা জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কারণে অকারণে জ্ঞান দেয়। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করেছেন।

রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের দিবাস্বপ্ন আওয়ামী নেতারা দেখতে পারেন, কিন্ত এ দেশে আর একতরফা জাতীয় নির্বাচন হবে না। তাই শেখ হাসিনা যতই মহাপরিকল্পনা করুন না কেন, সেই নীলনকশার নির্বাচন অনুষ্ঠিত করতে পারবেন না। পরিবর্তনের ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যের আস্ফালন অন্তর্গত ভীতিরই বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ভিপি জয়নাল।

আরজেড/