প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরন।
বৃহস্পতিবার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাইল্যান্ডের রাজকুমারী এ সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া থাইল্যান্ডের রাজকন্যার সঙ্গে থাকা সফর সঙ্গীরা এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। কুশল বিনিময় ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
আজকের বাজার/একেএ