প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যা আলাইনার দুষ্টুমি (ভিডিও)

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসানের সঙ্গে অবসর সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। এ সময় প্রধানমন্ত্রী আলাইনার সঙ্গে খেলায় মেতে ওঠেন।

পরবর্তীতে শিশির এসব ছবি এবং একটি ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। পরে এসব ছবি ও ভিডিও ভাইরাল হয়।

শিশিরের দেওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বড় একটি খেলার বাক্সের ভেতরে লাল, নীল, হলুদ বলের মধ্যে বসে আছে সাকিবের মেয়ে। প্রধানমন্ত্রী ঘরোয়া পোশাকে তার সঙ্গে খেলছেন। কখনো বল হাতে তুলে দিচ্ছেন, কখনো বলের রং কী তা জানতে চাচ্ছেন।

১১ সেকেন্ডের ভিডিওতে প্রধানমন্ত্রীর কণ্ঠ শোনা যায়। বল হাতে নিয়ে তিনি বলেন, ‘ধুলা বোধ হয়।’ তারপর একটি বল তুলে সাকিবের মেয়ের কাছে বলটির রং সম্পর্কে জানতে চান। সঙ্গে সঙ্গে সে উত্তর দেয়, ‘গ্রিন’। প্রধানমন্ত্রী বিস্ময়ের সঙ্গে বলেন, ‘ও মা!’ ‘এটা?’ আরেকটি বল তুলে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। তখন শিশুটি উত্তর দেয় ‘রেড’।

সর্বশেষ প্রধানমন্ত্রী আরো একটি বলের রং জানতে চান। সেটিরও সঠিক উত্তর দেয় সাকিব-শিশির দম্পতির কন্যা। শিশুটি বলে এটি ‘ইয়েলো’। এবার প্রধানমন্ত্রী ভিডিওর বাইরে থাকা কোনো একজনের উদ্দেশে বলেন, ‘সব জানে সে’!

দুটি ছবিতে দেখা যায়, আলাইনাকে কোলে নিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আতিথেয়তায় যারপরনাই খুশি শিশির ভিডিও ও ছবির ক্যাপশনে লিখেছেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটায় আলাইনা! তিনি এমনই স্নেহপূর্ণ আর যত্নশীল মানুষ।
https://www.facebook.com/sakib.ummeyalhasan/videos/936552753180585/
আজকেরবাজার/এমকে