প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রীংলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বলেন, তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় মূখ্যসচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ