প্রধানমন্ত্রীর সঙ্গে হর্ষ বর্ধণ শ্রীংলার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রীংলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বলেন, তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় মূখ্যসচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ