দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বৃহস্পতিবার (১২ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সাথে শ্রিংলা আলোচনা করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে গত ৯ বছর ধরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতার সম্পর্ক এবং কাজ বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় ভারত তার সহযোগিতার হাত সব সময় প্রসারিত রাখবে এমনটাই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ভারতীয় দূত প্রধানমন্ত্রীকে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে চলমান বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী এসময় আরো বলেন, বাংলাদেশে ভারতের বিনিয়োগকারীদের জন্য এক হাজার একর জমির ব্যবস্থা রাখা হয়েছে। তারা চাইলে যে কোনো সময় সেখানে এলএনজি প্রকল্প শুরু করতে পারবে।
শ্রিংলা এসময় প্রধানমন্ত্রীকে ১৩ জুলাই থেকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের তিন দিনের বাংলাদেশ সফর বিষয়ে জানান।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ