প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৩মিনিটে মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ দেশে আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর তদারক করছে।
আজকের বাজার/এমএইচ