প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো মুজিববর্ষের টি-শার্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মুজিববর্ষের বিশেষ টি-শার্ট তুলে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। সোমবার কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় বাস্তবায়ন কমিটি জানায়, গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে কমিটির সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এইসব টি-শার্ট তুলে দেন।

এর আগে গতকাল সকালে মুজিববর্ষের লাল-সবুজ রঙের ১ লাখ টি-শার্ট ও পলো শার্ট কমিটির প্রধান কামাল আবদুল নাসের চৌধুরীর হাতে তুলে দেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। পরে এসব টি-শার্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। সূত্র-রাইজিংবিডি

আজকের বাজার/শারমিন আক্তার