প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁর ভাষণ প্রদান করবেন।’
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলো তাঁর এই ভাষণ একযোগে সম্প্রচার করবে।