প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আরো ৩ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের নির্দেশ দিয়েছেন। কেনন, দেশব্যাপি প্রথম দফায় এই টিকাদান কার্যক্রম চলছে এবং কোন কারণে বিদেশ থেকে না পেলে বাংলাদেশ যাতে নিজেই এ টিকা উৎপাদন করতে পারে।
বাংলাদেশ স্বল্পোন্নত থেকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন থেকে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই আমাদের ঔষধ কোম্পানীগুলোর কাছে জানতে চেয়েছি-যে ভ্যাকসিনগুলো বিদেশ থেকে আনা হচ্ছে তা দেখার জন্য আমরা প্রস্তুত কিনা।’
তিনি নিজে কবে এ টিকা নেবেন জানতে চাইলে শেখ হাসিনা বলেন, তিনি অবশ্যই ভ্যাকসিন নেবেন। তবে, তার আগে তিনি দেশের নির্দিষ্ট সংখ্যক মানুষকে এ টিকার আওতায় আনতে চান।’
বাংলাদেশ গত ২১ জানুয়ারি প্রথম ভারতের কাছ থেকে উপহার হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি ২০ লাখ ডোজ টিকা পায়। এছাড়া, বাংলাদেশ সরকার, বেক্সিমকো এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যকার চুক্তি অনুযায়ী তিন কিস্তিতে এ পর্যন্ত বাংলাদেশ মোট ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ এ পর্যন্ত সর্বমোট ৯০ লাখ ডোজ টিকা পেয়েছে।