প্রধানমন্ত্রী দেশে ফেরার পর মায়ানমার সফরের সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,মায়ানমার সফরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই মায়ানমার সফর ঠিক করা হবে।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ানমার সফল চূড়ান্ত হলে দুইটি বিষয় নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়টিই গুরুত্ব দিয়ে আলোচনা হবে। এরপর আরেকটি ইস্যু নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাদক। মায়ানমার থেকে অনেক মাদক আমাদের দেশে আাসছে। সেটি নিয়ে আমরা আলোচনা করবো।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যাতে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৪ ঘণ্টা নজরদারি আছে। সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে। তারা ২৪ ঘণ্টা রোহিঙ্গাদের উপর নজরদারি রাখছে, যাতে কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংগঠিত না হতে পারে।

সম্প্রতি মন্ত্রী-সচিবরা উল্টোপথে গাড়ি চালাচ্ছেন- এমন বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সবাইকেই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযানও অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আজকের বাজার : এলকে/এলকে ২৬ সেপ্টেম্বর ২০১৭