রাজধানী ঢাকা ও বেনাপোল স্থল বন্দরের মধ্যে আগামী ১৭ জুলাই চালু হচ্ছে আধুনিক দ্রুতগামী সরাসরি ট্রেন সার্ভিস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন বলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।
রেলওয়ের কর্মকর্তারা বলেছেন, ট্রেন চলাচল সংক্রান্ত কাজের অগ্রগতি প্রায় সম্পন্ন। তারা বলেন, ট্রেনটির জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। সেগুলো হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’, ‘বন্দর এক্সপ্রেস’ ও ‘ইছামতি এক্সপ্রেস’। কিন্তু কোন নামটি চূড়ান্ত হবে তা প্রধানমন্ত্রী ঠিক করবেন।