দুই দিনের সফরে আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপ দূতাবাস।
উপ রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, শুক্রবার বীরভূম জেলার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন, বিশ্বভারতীর সমাবর্তন এবং আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি লিট ডিগ্রি প্রদান, প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য।
জানা গেছে, রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। পরে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দীর্ঘদিনেও তিস্তা নদীর পানি বন্টন চুক্তি না হওয়ায় দিল্লির সমালোচনা করে ভারতীয় লেখক ও শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, 'দিল্লী কৌশলে বাংলাদেশকে পানির হিস্যা থেকে বঞ্চিত করছে।'
পশ্চিমবঙ্গে বাংলাদেশ ভবন হওয়ায়, বাঙালি ও বাংলাদেশ নিয়ে ভারতে গবেষণা ও চর্চা বাড়বে বলে মনে করেন পবিত্র সরকার।
আরজেড/