চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি ) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং টিম লিডার অব এক্সটার্নাল রিলেশন গোবিন্দা বারের নেতৃত্বে দুই সদস্যের এডিবির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে তাঁর কার্যালয়ে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
চিঠিতে এডিবি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত ১০ বছরে সকল খাতে বাংলাদেশের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন।
তাকিহিকো নাকাও দারিদ্র্য নিরসন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতি গঠন কার্যক্রমে বাংলাদেশের প্রচেষ্টায় এডিবির বলিষ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ