পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই নড়িয়ার ভাঙ্গন কবলিত দুঃস্থদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতদিন বাংলাদেশের মানুষের দেখাশোনা করবেন, ততদিন এদেশের কোন মানুষ কষ্টে থাকবে না।’
আজ সোমবার জেলার নড়িয়া উপজেলার নদী ভাঙ্গনে দুর্গত পাঁচহাজার ৮১টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চাল বিতরণকালে তিনি একথা বলেন।
এবার, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে নড়িয়ার নদী ভাঙ্গনে দুর্গত প্রতিটি পরিবারের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম মন্ত্রী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের দুর্দশা লাঘবে ও শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে অতিরিক্ত নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে। তাই এবার ইনশাআল্লাহ ঘরমুখো মানুষ কোন দুর্ভোগের শিকার হবেন না।’
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়-এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম প্রমুখ।