আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘অগ্নিকান্ডের বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি এ ঘটনায় হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর চকবাজারের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
কাদের বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এ ঘটনার পর সরকার কোন আলস্য করেনি।
তিনি বলেন, পুরান ঢাকার রাস্তা সরু, মানুষের ঘিঞ্জি পরিবেশের কারণে সঠিকভাবে যান চলাচল করতে পারে না। এখানে প্রচুর কেমিকেল ছিল। এজন্য হতাহতের সংখ্যা বেড়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।