প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক প্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মর্তুজা বশিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের চিত্রকলার বিকাশে মর্তুজা বশিরের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
শেখ হাসিনা মরহুম বশিরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মর্তুজা বশির আজ ভোরে নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান