প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি সি আর দত্ত, বীর উত্তম নামে বেশ পরিচিত। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ রাখবে।’
শেখ হাসিনা প্রয়াত সিআর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রবীণ এই মুক্তিযোদ্ধা আজ সকালে ৯৩ বছর বয়সে ফ্লোরিডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান