প্রধানমন্ত্রী সুস্থ আছেন, ছেড়েছেন ৭টি জরুরি ফাইল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তার গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। ডিজিটাল মাধ্যমে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি ৭টি জরুরি ফাইল ছেড়েছেন।

২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাতটি ইলেট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রধানমন্ত্রী এখন সুস্থ আছেন। তিনি নিজ ফেসবুক পোস্টে বলেন, তার স্বাস্থ্যের ব্যাপারে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, পাশাপাশি যারা তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি এখন ভালো আছেন।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় লিখেছেন, গত সোমবার রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধু সার্জারি করেন। তিনি বলেন, সার্জারি অত্যন্ত সফল হয়েছে এবং পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন।

শেখ হাসিনা সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে গেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক যান।

আজকের বাজার : এলকে/এলকে ২৯ সেপ্টেম্বর ২০১৭