প্রধানমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রথমবারের মতো অংশ নিয়েছেন বরিস জনসন। খবর ইউএনবি।
যে ব্রেক্সিট চুক্তিটি বাস্তবায়ন করার ব্যর্থতা নিয়ে থেরেসা মেকে পদত্যাগ করতে হয়েছে, তা ৩১ অক্টোবরের মধ্যে বাস্তবায়নের জন্য ১০০ দিনেরও কম সময় রয়েছে জনসনের হাতে।
ডাউনিং স্টিটের জনসনের অফিসে থেরাসা মে’র সিনিয়র সদস্যদের নিয়ে মন্ত্রিসভার বৈঠক করেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব, অর্থমন্ত্রী সাজিদ জাভিদ, হাউস অব কমন্সের নেতা জ্যাকব রিস-মগসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার ব্রিটেনের কনজারভেটিভ দলের প্রধান হওয়ার লড়াইয়ে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
আজকের বাজার/এমএইচ