ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার ১৮ মে নেত্রকোনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় নেত্রকোনা জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে যাবেন। হেলিকপ্টারযোগে খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে পৌঁছাবেন তিনি।
সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য দুঃস্থ জনগণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এরপর খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। পরে তিনি আকস্মিক বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন শেষে বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।
গত কয়েক দিনের মৌসুমী বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিস্তৃত এলাকা প্লাবিত এবং বোরো ধানের মারাত্মক ক্ষতি হয়। এতে হাজার হাজার কৃষকের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সাল্লা উপজেলার হাওর এলাকা পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেন।
আজকের বাজার: আরআর/ ১৮ মে ২০১৭