প্রধান বিচারপতির ছুটির ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতি স্বাধীনভাবে কাজ করেন। বিধি সম্মতভাবেই তিনি ছুটিতে যান এবং ফেরত আসেন। এই ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ বা জবরদস্তি নেই। বিএনপি’র নেতৃবৃন্দ মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’
১৪ অক্টোবর শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ইনু বলেন, আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই বিএনপি আদালতের একটা রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করে, আরেকটা রায়ে বিক্ষোভ প্রকাশ করে।
নির্বাচনের আগে সংসদ বিলুপ্তি ঘোষণা করতে হবে বিএনপির এমন দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখনও মানসিকভাবে ঠিক করতে পারেনি তারা নির্বাচন করবে কি করবে না। এইসব প্রস্তাব থেকে প্রমাণ হয় যে, তারা নির্বাচনটাকে বানচাল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহসহ জাসদ, যুবজোটের নেতারা।
আজকের বাজার:এলকে/এলকে ১৪ অক্টোবর ২০১৭