প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার আবেদনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতি এসকে সিনহার বিদেশ যাওয়ার আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

১১ অক্টোবর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, সরকারী কর্মকর্তা ছুটিতে গেলে সরকারি আদেশ বা গভর্মেন্ট অর্ডারের প্রয়োজন হয়। সে অনুযায়ী, তার আবেদন আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আর এই আবেদনে সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জ থেকে ঢাকা ফেরার পর তিনি তার সিদ্ধান্ত জানাবেন।

উল্লেখ, বিদেশ যেতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের অনুমতি চেয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি এসেছে বলে জানিয়েছিলেন সচিব আবু সালেহ এসকে মো. জহিরুল হক।

চিঠিতে প্রধান বিচারপতি আগামী ১৩ অক্টোবর দেশ ছাড়ার জন্য ছুটি চেয়েছেন। তিনি উল্লেখ করেছেন আগামী ১১ নভেম্বর দেশে ফিরবেন।

সচিব বলেন, নিয়ম অনুযায়ী এই চিঠি আমরা প্রথমে প্রধানমন্ত্রীর কাছে পাঠায়। এরপর সেখান থেকে যায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি ছুটি মঞ্জুর করলে, আমরা এ ব্যাপারে গভার্নমেন্ট অর্ডার (জিও) বা সরকারি আদেশ ইস্যু করি।

আজকের বাজার:এলকে/এলকে ১১ অক্টোবর ২০১৭