প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে গিয়েছেন তার বন্ধু আতিক চৌধুরী। শনিবার ৭ অক্টোবরবিকাল ৫টা ১০ মিনিটে তিনি বাড়ির পূর্ব পাশের গেট দিয়ে প্রবেশ করেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আতিক চৌধুরী গুলশান থেকে এসেছেন। পেশায় তিনি ব্যবসায়ী।
এর আগে, শনিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। বিকাল ৩টা ২০ মিনিটে একটি সাদা গাড়িতে করে বিচারপতির বাসভবনের পূর্বদিকের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে বিকাল ৪টা ১৪ মিনিটে পশ্চিম দিকের গেট দিয়ে বের হয়ে যান।
এ ছাড়া, বেলা সোয়া ১২টার দিকে প্রধান বিচারপতির বাসায় যান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (অর্থ) ফারজানা ইয়াসমিন। ৬ অক্টোবর শুক্রবার সকালে প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে পৃথকভাবে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম।
২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেন তিনি।
আজকের বাজার: আরআর / ০৭ অক্টোবর ২০১৭