প্রধান সব নদ নদীর পানি কমছে

দেশের প্রধান সব নদ নদীর পানি কমছে। এ অবস্থা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এছাড়া প্রধান সব নদ নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৭টির,ও হ্রাস পেয়েছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।