প্রবল বর্ষণে হাঁটুপানির নিচে ডুবে গেছে মহানগরীর অধিকাংশ সড়ক। সীমাহীন দুর্ভোগে রাজধানীবাসী।
বুধবার (২৩ মে) সকাল থেকে প্রায় দুই ঘণ্টার টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর অন্যতম জনবহুল ও অঞ্চলগুলো। বিপাকে পড়েছেন হাজার হাজার অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থী।
সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১, ১০, ১১, ১২ ও ১৪ নম্বর সেক্টর, সাংবাদিক আবাসিক এলাকা, কালশী, কাজীপাড়াসহ বিভিন্ন স্থানের প্রধান সড়কে হাঁটুপানি জমেছে।
প্রবল বর্ষণে খানাখন্দে পরিণত সড়কে হাঁটুপানি জমে যাওয়ায় হেলেদুলে চলতে হচ্ছে পাবলিক বাস, অটোরিকশা ও প্রাইভেটকারগুলোকে।
কোথাও কোথাও পানি উঠে মাঝ রাস্তাতেই গাড়ি বিকল হয়ে গেছে। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বেশিরভাগ সড়কেই রয়েছে তীব্র যানজট।
আজকের বাজার/আরআইএস