মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের দিয়ে শুরু হলো অনলাইনে প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম।
মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও বাংলাদেশ থেকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার এ কার্যক্রম উদ্বোধন করেন।
খুব শিগগিরই সৌদি আরব, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে বসবাসকারীরাও এ সুযোগ পাবেন। প্রবাসীদের অনলাইনে sevices.nidw.gov.bd সাইটে আবেদন করতে হবে। এছাড়া প্রবাসীদের মধ্যে বিষয়টি নিয়ে সচেতনতার জন্য বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হবে।
অনলাইনে ভোটার হতে প্রবাসীদের মোট ছয়টি ডকুমেন্ট দিতে হবে। এগুলোর মধ্যে আছে পাসপোর্টের ফটোকপি, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের ফটোকপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের কপি, বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বরসহ অঙ্গীকারনামা, বাংলাদেশে কোথাও ভোটার হননি মর্মে লিখিত অঙ্গীকারনামা এবং সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র।
আজকের বাজার/এমএইচ