মহামারি করোনাভাইরাসের মতো প্রতিকূল পরিবেশে প্রবাসীদের পাশে থাকতে রেমিট্যান্সের ওপর বিশেষ প্রণোদনা দিচ্ছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক লিমিটেড।
বৈধপথে প্রবাসীদের যে কোনো পরিমাণ রেমিট্যান্সের ওপর সরকার দুই শতাংশ প্রণোদনা দিচ্ছে। তবে ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠালে রেমিট্যান্সে প্রণোদনা পাওয়া যাবে আরও এক শতাংশ। অর্থ্যাৎ মোট তিন শতাংশ প্রণোদনা দিচ্ছে ইসলামী ব্যাংক।’
এছাড়া করোনা সংকট মোকাবিলায় সরকার নির্ধারিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে বিশেষ নজর দিয়েছে ব্যাংকটি। এর সঙ্গে গ্রাহকের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় ডিজিটাল ব্যাংকিং সেবার প্রতি জোর দিয়েছে কর্তৃপক্ষ।