প্রবৃদ্ধির ধারা অব্যহত রেখে ব্যবসা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) লিমিটেড। আজ বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশল কনভেনশন সিটি বসুন্ধরায় কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন কোম্পানিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ড. মো. রেজাউল হক।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, এসকে মো. রব্বান আলী, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শহিদ হোসেন, পরিচালক আব্দুল আউয়াল পাটোয়ারী, আনিসুল হক, আব্দুল জব্বার মোল্লাহ, হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়া, মো. নবিউল্লাহ, ড. লিলি আমিন, স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান, আব্দুল মহিত, কোম্পানি সচিব হুমাউন কবির প্রমুখ।
রেজাউল হক বলেন, প্রবৃদ্ধির ধারা অব্যহত রেখে কীভাবে ব্যবসা ভালো করা যায়- সেদিকে নজর বাড়ানো হবে। অতীতে যেসব কারণে ব্যবসা ভালো হয়নি; সেসব সমস্যার সমাধান করে ব্যবসার ধারা অব্যাহত রাখতে কাজ করবে বর্তমান পর্ষদ। তিনি বলেন, ভালো ক্রেতা পেলে ব্যবসা ভালো হয়; কোম্পানিও লাভে থাকে। ফলে কীভাবে ভালো ক্রেতা পাওয়া যায়- সেদিকে খেয়াল রেখে কোম্পানির উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা; এর পুরোটাই নগদ। গত বছরও কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা।