প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা হিসেবে দুর্নীতি ও জঙ্গিবাদকে দায়ী করেছে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)।
রোববার ২৩ এপ্রিল রাজধানীর লেকশোর হোটেলে বিআইডিএস ক্রিটিকাল কনভারসেশন-২০১৭ এর প্রথম সেশনে রিভিউ অব ডেভেলপমেন্ট অ্যান্ড এমাজিং চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদনে এসব বাধার কথা বলা হয়েছে।
গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইডিএস মহাপরিচালক ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ। প্রতিবেদনে দুর্নীতি ও জঙ্গিবাদ ছাড়াও অন্যান্য বাঁধাগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং বেকারত্বের কথা বলা হয়েছে।
সম্মেলনে শিা, নারী, শিশু, জলবায়ু এবং নারী উদ্যোক্তা শীর্ষক ১৪ টি প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মোস্তফা কামালের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
সম্মেলনের প্রথম সেশনের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ধর্মের নামে যে জঙ্গিবাদ হচ্ছে সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এটা গবেষণার বিষয়। এটা নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগ নিতে হবে।
দুই দিন ব্যাপি এ সম্মেলন শেষ হবে সোমবার ২৪ এপ্রিল।
আজকের বাজার: আরআর/ ২৩.০৪.২০১৭