চলতি অর্থবছর শেষে সরকার ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে প্রাক্কলন করেছে তার সঙ্গে একমত নয় বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সংস্থাটি মনে করছে, এই সময়ে বাংলাদেশ প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ। তবে প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে ৩ সুপারিশের কথা উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।
সংস্থাটি মনে করে, বাংলাদেশের অর্থনৈতি প্রবৃদ্ধি বাড়াতে হলে সরকারি বিনিয়োগে দক্ষতা, শ্রমবাজারে নারীদের প্রবেশ এবং সম্পদের সঠিক ব্যবহার বাড়াতে হবে।
আজ রোববার, ১৪ মে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে এসব কথা বলেন প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান, ঊর্ধ্বতন পরিচালক কার্লোস ফিলিপে হ্যারমিলোসহ প্রমুখ।
আজকের বাজার:এলকে/এলকে/১৪ মে ২০১৭