প্রভাস, আমিরের রেকর্ড গুঁড়িয়ে দিল ‘পদ্মাবত’

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’। সিনেমার শুটিং থেকে শুরু করে মুক্তির পর পর্যন্ত, ‘পদ্মাবত’ নিয়ে বিতর্ক অব্যাহত। রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটে পদ্মাবত’র প্রদর্শন বন্ধ থাকলেও, ভারতের অন্য রাজ্যগুলোতে দমদার ব্যবসা শুরু করেছে দীপিকা পাডুকোনের সিনেমা। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জমিয়ে ব্যবসা শুরু করেছে পরিচালক বানশালীর সিনেমা। কিন্তু, জানেন কি আন্তর্জাতিক বাজারে ‘বাহুবলী টু’ এবং ‘দঙ্গল’-কে পিছনে ফেলে দিয়েছে পদ্মাবত। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

সিনেমা মুক্তির পর অস্ট্রেলিয়ায় প্রভাসের সিনেমা এবং আমির খানের ‘দঙ্গল’কে হেলায় পার করে দিয়েছে দীপিকা পাডুকোনের পদ্মাবত। ট্রেড অ্যানালিস্ট ইতিমধ্যেই টুইট করে বিষয়টি জানিয়েছেন।

এদিকে পদ্মাবতী নিয়ে মার্কিন মুলুকেও আগ্রহ বাড়ছে। দীপিকার ‘ঘুমর’ এর গানে মার্কিন মুলুকের চিয়ার লিডারদেরও কোমর দোলাতে দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে সঞ্জয় লীলা বানশালীর সিনেমা দমদার ব্যবসার পাশাপাশি মানুষের মধ্যেও আগ্রহ বাড়তে শুরু করেছে।

আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮